রোর বাংলা লিডারবোর্ড: লেখক-পাঠকের জন্য আপডেট প্রতিদিন!

Roar Media
-
September 22, 2020

আপনি যেহেতু এই লেখাটা পড়ছেন, ধরেই নেয়া যায় আপনার ইতোমধ্যেই রোর বাংলা (এবং রোর মিডিয়া) সম্পর্কে যৎকিঞ্চিত জানা-শোনা রয়েছে। হয়তো রোর বাংলাতে কোনো লেখা পড়তে পড়তেই মনে হয়েছে, “ইশ! আমিও যদি এমন লিখতে পারতাম!” হয়তো আপনি দারুণ লিখতে পারেন, কিন্তু লেখার জন্য ঠিক যথাযথ কোনো প্ল্যাটফর্ম আপনি খুঁজে পাচ্ছেন না। হয়তো আপনি বেশ কিছুদিন ধরেই লেখালেখি করছেন, কিন্তু যুতসই পাঠক সমাবেশ কিংবা সমালোচনা কোনোটাই পাচ্ছেন না। হয়তো আপনি আপনার লেখায় উন্নতি আনতে চান, নিজেকে উত্তরোত্তর ছাড়িয়ে যেতে চান, কিন্তু যথাযথ পথনির্দেশনা পাচ্ছেন না। কিংবা, আপনি হয়তো নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান, প্রমাণ করতে চান আপনি সবার সেরা।

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা জানি, শত শত প্রতিভা স্রেফ একটি যথাযথ প্লাটফর্মের অভাবে ঠিক ফুল হয়ে ফুটতে পারে না। আর তাই, আপনাদের জন্য আমরা ইতোমধ্যেই চালু করেছি রোর বাংলা ‘কন্ট্রিবিউটর প্লাটফর্ম’, যেখানে এখন লিখতে পারবেন আপনিও!

রোর বাংলার যাত্রা শুরু হয়েছিল এমন সব গল্প বলার জন্য, যেগুলো জীবনের কথা বলে, স্বপ্নের কথা বলে, ভেঙে পড়ার গল্প বলে, আবার উঠে দাঁড়ানোর গল্প বলে। রোর ইতিহাসের গল্প শোনায়, বর্তমানের বিশ্লেষণ করে, ভবিষ্যতের স্বপ্ন দেখায়। কিন্তু তবু কোথায় যেন একটা শূন্যস্থান থেকে যাচ্ছিল, পাঠকদের কাছে পৌঁছালেও মনে পৌঁছানোটা যেন পরিপূর্ণতা পাচ্ছিল না। রোর বাংলা এবার পাঠকদের গল্প শুনতে চায়, পাঠকদের জন্য গল্প শুনতে চায়। আপনার লেখাই রোর বাংলাকে সেই পরিপূর্ণতা এনে দিতে পারে। আর তাই এপার-ওপার বাংলার পাঠকদের মনের দুয়ারে পৌঁছে যেতে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে রোর বাংলার ‘কন্ট্রিবিউটর প্লাটফর্ম’

এরপর থেকে নিয়মিতই লেখা পাঠাচ্ছেন আমাদের পাঠকেরা; মান এবং প্রয়োজনীয়তার বিচারে বাছাইকৃত লেখাগুলো আমরা প্রকাশও করে চলেছি নিয়মিতই। বেরিয়ে আসছেন নতুন সব লেখক, আমাদের পাঠকেরা উপভোগ করতে পারছেন দারুণ সব আর্টিকেল। এতে যেমন সমৃদ্ধ হচ্ছে রোরের কন্টেন্ট লাইব্রেরি, তেমনই দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে বাংলায় নন-ফিকশন সাহিত্যধারার সমৃদ্ধিও।

শুধু কি তা-ই? যারা একসময় হা-হুতাশ করতেন লেখালেখির জন্য যথাযথ একটা প্লাটফর্মের জন্য, তাদেরই একেকটা লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশাল এক পাঠকসমাজ। প্রায় তিন শতাধিক পাঠকের অনবদ্য লেখনীতে সহস্রাধিক লেখা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে কন্ট্রিবিউটর প্লাটফর্মের মাধ্যমে। আর শতাধিক নিয়মিত লেখকের দশ সহস্রাধিক উপভোগ্য সব লেখা প্রকাশিত হওয়ার কথা তো বলাই বাহুল্য।

কিন্তু… কন্ট্রিবিউটর প্লাটফর্মে লিখলে সেটা আপনাকে কীভাবে উপকৃত করতে পারে?

প্রথমত, রোর বাংলা কন্ট্রিবিউটরদেরকেও বিশেষ গুরুত্ব সহকারে দেখে। আমরা চাই, আপনারা নিজেদেরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করুন, ছাড়িয়ে যান। আর সেজন্য আমরা আপনার লেখা পড়বো, লেখার ঠিক কোথায় কোন ধরনের উন্নতির প্রয়োজন, সেটা উল্লেখ করবো, প্রয়োজনে আপনাকে নিয়মিত পরামর্শ দানের মাধ্যমে লেখার উন্নয়ন নিশ্চিত করবো। সুতরাং, লেখার উন্নতির জন্য বিনামূল্যে মেন্টরশিপ মিলে যাবে খুব সহজে।

দ্বিতীয়ত, যদি স্রেফ নিজের জন্য লিখতে না চান, যদি চান নিজস্ব পাঠকসমাজ তৈরি করে নিতে, রোর বাংলা হতে পারে আপনার জন্য একদম যথাযথ প্লাটফর্ম। প্রতিদিন যে ওয়েবসাইটে ঢুঁ মারেন লক্ষাধিক মানুষ, সেই ওয়েবসাইটে আপনার লেখাও শোভা পাবে, আপনার নামটা ছড়িয়ে পড়বে সারা দেশে, এর থেকে চমৎকার ব্যাপার আর কী-ই বা হতে পারে!

তৃতীয়ত, নিজ থেকে যদি মোটিভেটেড হতে না পারেন, তবে সেটার জন্যও রোর প্রায়শই আয়োজন করে থাকে নানা ক্যাম্পেইনের। থাকে বিশেষ প্রতিযোগিতা, থাকে নানা আকর্ষণীয় উপহার। দারুণ সব মানসম্মত লেখার এই আয়োজনে অংশগ্রহণ করেন আমাদের পাঠক সমাজেরই বড় একটা অংশ। সেখান থেকেই বেছে নেওয়া হয় সেরা লেখাগুলো, আর তাদেরকে পুরষ্কৃত করা হয় যথাযথভাবে। যদি নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভালোবাসেন, রোর বাংলা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ!

কিন্তু রোর বাংলা এখানেই থেমে নেই। শুধু মেন্টরশিপই তো যথেষ্ট নয়, আপনার নিজেকে সেরা প্রমাণের তাগিদটাও তো থাকা জরুরি! আপনার মনে হতেই পারে, যদি অন্যদের সাথে তুলনাই করতে না পারছি, তবে আর নিজেকে ‘সেরা’ বলি কী করে!

এই চাহিদার কথা মাথায় রেখেই রোর বাংলা এবার আপনাদের জন্য নিয়ে এসেছে রোর বাংলা লিডারবোর্ড। সেখানে আপনি দেখতে পাবেন কোন মাসে কোন লেখকের লেখা সবচেয়ে বেশিবার পড়েছেন পাঠকেরা, দেখতে পাবেন কোন লেখা সবচেয়ে জনপ্রিয় ছিল, কোন ধরনের লেখা আমাদের পাঠকশ্রেণীকে সবচেয়ে বেশি টানছে। শুধু কি তা-ই? যদি দেখতে চান রোরের ইতিহাসে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় লেখা কোনটা, কিংবা সবচেয়ে জনপ্রিয় লেখক কে, সেটাও বের করে ফেলতে পারবেন খুব সহজে।

স্রেফ লিডারবোর্ডে কয়েকটি ড্রপডাউন অপশনই আপনাকে রোর বাংলার পাঠক সমাজের মনস্তত্ত্ব সম্পর্কে এক চমৎকার ধারণা দিতে সক্ষম। কে জানে, হয়তো আপনার লেখাটাই পরের মাসে শোভা পাবে লিডারবোর্ডে, হয়তো আপনিও হয়ে উঠতে পারেন রোর বাংলার গত মাসের সবচেয়ে জনপ্রিয় লেখক! আর আপনার লেখা এবং পারফরম্যান্স যদি আমাদের কাছে যথাযথ মনে হয়, হয়তো আপনিও হয়ে যেতে পারেন রোরের নিয়মিত লেখকদের একজন!

সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে, যাতে এবার সামনে থেকে নেতৃত্ব দিতে চায় রোর বাংলা। আর সেই যাত্রায় অগ্রপথিক হিসেবে আপনাকে পাওয়ার অপেক্ষাতেই রয়েছি আমরা। ঢাল-তলোয়ার নিয়ে তবে প্রস্তুত হয়ে যান, মস্তিষ্কের সূক্ষ্ম অস্ত্রটাতে শাণ দিতে শুরু করুন, নিজেদের গল্প বলুন আমাদেরকে। আপনাদের সৃজনশীলতার পরিস্ফুটনে সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত আছি আমরাও। এবার তবে গল্পটা হোক নিজের মতো করে!

তাহলে আর দেরি কেন? আজই আপনার লেখা পাঠান রোর বাংলার কন্ট্রিবিউটর প্লাটফর্মে। হয়ে উঠুন রোর বাংলার একজন গর্বিত কন্ট্রিবিউটর।

END OF ARTICLE
If you found this article interesting and want to share it with your network, we have made it slightly more easier for you to do so
Subscribe!
Subscribe to the Roar Global Newsletter to stay updated on our latest company announcements and our take on the future of media in the region
Related articles