গল্পের ছলে ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা, বিশ্ব পরিক্রমা, বই ও সিনেমা রিভিউসহ জীবনের প্রতিটি ক্ষেত্রের গল্প বলে চলেছে রোর বাংলা, যে যাত্রার শুরুটা আজ থেকে প্রায় চার বছর আগে। সময়টা হয়তো খুব বেশি না, তবে খুব অল্পও বলা চলে না। প্রায় দু’শতাধিক লেখকের অবদানে এই সময়ে প্রায় ১০ হাজার মানসম্পন্ন কন্টেন্টের মাধ্যমে দুই বাংলার পাঠক-সমাজকে জানা-অজানা-স্বল্প জানা নানাবিধ বিষয়ে সম্পর্কেই জানিয়েছে রোর বাংলা।
তারপরও কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যাচ্ছিল, পাঠকদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছানোর কোনো একটা পথ যেন ঠিকই অনাবিষ্কৃত রয়ে যাচ্ছিল! অবশেষে সেই অপূর্ণতা ঘোচাতেই ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে রোর বাংলার ‘কন্ট্রিবিউটর প্লাটফর্ম’। কিন্তু কী আছে নতুন এই প্লাটফর্মে?
রোর বাংলায় এখন লেখা পাঠাতে পারেন যে কেউ! জ্বি, আপনি ভুল পড়েননি। আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে, যদি আপনি রোর বাংলার লেখনীর ধরনের সাথে পরিচিত হয়ে থাকেন, যদি আপনি চান যে আপনার সৃজনশীল লেখাটি আমাদের হাত ধরে চলে যাক এপার-ওপার বাংলার অগণিত পাঠকের কাছে, তাহলে ঠিক আপনার জন্যই আছে রোর বাংলার কন্ট্রিবিউটর প্লাটফর্ম।
আমাদের নিয়মিত পাঠকেরাই আজ কন্ট্রিবিউটর প্লাটফর্মে লেখালেখি করছেন আমাদের সাথে। কী নিয়ে লিখছেন তারা? এর থেকে বরং প্রশ্ন হতে পারে, “কী নিয়ে লিখছেন না তারা?”! বাংলাদেশ ও বিশ্বের আনাচে-কানাচের নানা ইতিহাস ও ঘটনা, বিজ্ঞান ও প্রযুক্তির নানা গল্প, বই ও সিনেমার চমৎকার ও ভিন্নধর্মী সব রিভিউ, ক্যারিয়ার টিপস, ভ্রমণকাহিনী, হেলথ টিপস… কী নেই সেখানে!
রোর বাংলায় নিয়মিতভাবেই লেখা পাঠাচ্ছেন আমাদের পাঠকেরা, যেগুলোর ভেতর থেকে মানসম্মত লেখাগুলোও আমরা দ্রুততার সাথে প্রকাশের ব্যবস্থা করছি। বলার অপেক্ষা রাখে না যে, এর ভেতর থেকে ভাল লেখাগুলো পড়ছেন হাজার হাজার পাঠক।
এতে করে একদিকে যেমন বাংলার আপামর পাঠকসমাজ নতুন নতুন বিষয়ে জানতে পারছেন, তেমনই তারা অনেক নতুন লেখকের সন্ধানও পাচ্ছেন, যাদের মাঝে রয়েছে বাংলা ভাষার নন-ফিকশন সাহিত্যধারাকে এগিয়ে নেয়ার অমিত সম্ভাবনা। অন্যদিকে লেখকেরাও এক বিশাল জনগোষ্ঠীর কাছে তাদের সৃজনশীল লেখনীগুলোকে পৌঁছে দিতে পারছেন, তৈরি করছেন তাদের নিজস্ব পাঠকগোষ্ঠী, গড়ে উঠছে তাদের লেখকসত্তা।
সব মিলিয়ে বেশ চমৎকার এক বিপ্লবই শুরু হয়ে গেছে আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে। এটা যে সামনের দিনগুলোতেও অব্যহত থাকবে, সেই আশায় বুক তো বাধাই যায়!
আমাদের এই কন্ট্রিবিউটর প্লাটফর্মে প্রতিমাসেই আয়োজন করা হয় প্রতিযোগিতার, যেখানে বিজয়ীদের জন্য থাকে আকর্ষণীয় নানা পুরস্কারও। বিগত কয়েক মাসের মতো গতমাসেও আয়োজিত হয় ‘রোর বাংলা কন্ট্রিবিউটর কম্পিটিশন - মে ২০২০’, যেখানে বিজয়ী হিসেবে সর্বাধিক ও মানসম্পন্ন লেখা প্রকাশিত হওয়া ১৫ জন কন্ট্রিবিউটরকে বেছে নেয়ার মানদণ্ডই নির্ধারণ করে দেয়া হয়। শর্ত ছিল একটিই, লেখাটি পূর্বে ‘অপ্রকাশিত’ হতে হবে। এই শর্ত মেনেই আমাদের কাছে জমা পড়ে যায় কয়েকশ লেখা! সেখান থেকে মানসম্পন্ন লেখাগুলো বেছে বেছে নিয়মিতভাবেই প্রকাশের ব্যবস্থা করেছেন রোর বাংলার বিজ্ঞ সম্পাদকমণ্ডলী।
এখন তাই মে মাসের কন্ট্রিবিউশন কম্পিটিশনের ফলাফল প্রকাশের পালা। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সৃজনশীল ও পরিশ্রমী সেই ১৫ জন লেখকের নামই, যারা বিজয়ী হয়েছেন আমাদের গত মাসের কন্ট্রিবিউশন কম্পিটিশনে!
আপনিও কি লিখতে চান রোর বাংলায়? তাহলে আর দেরি না করে এখনই বসে পড়ুন কম্পিউটার বা স্মার্টফোন হাতে, ঝড় তুলে ফেলুন কীবোর্ডে! এরপর আপনার লেখাটি পাঠিয়ে দিন এই লিঙ্কে: https://roar.media/contribute/